দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গাছ কেটে নেওয়ায় থানায় অভিযোগ

56

কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান কাকরসহ ৫ জনের বিরুদ্ধে জোর পূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ তুলে কেশবপুর থানায় একটি অভিযোগ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর হাসানপুর গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে বিএনপি নেতা মিজানুর রহমান কাকর, মেয় আমিনুর রহমানসহ ৫জন মিলে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মঞ্জুরুল আলম পলাশের বাগান থেকে প্রায় ১৫টি মেহগ্রী গাছ জোর পূর্বক কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা। এসময় বাঁধা দিলে তারা মঞ্জুরুলকে জীবনাশসহ বিভিন্ন হুমকি প্রদান করে। এব্যাপারে গাছের মালিক মঞ্জুরুল আলম পলাশ শুক্রবার (১০ অক্টোবর) কাকরসহ ৫জনকে আসামী করে কেশবপুর থানায় একটি অভিযোগ করেছেন।

গাছের মালিক পলাশ বলেন, আমার পিতার মৃত্যুর পর আমি বড় ছেলে হিসেবে সংসার পরিচালনা করে আসছি। পিতার ওয়ারেশ হিসেবে ৩ ভাই ৩ বোন এবং মা রয়েছে। কিন্তু কাকর আমাকে না জানিয়ে আমার মা ও বোনের নিকট থেকে গাছ কিনে তাদের বাগান থেকে দলের প্রভাব খাটিয়ে জোর পূর্বক ১৫টি মেহগ্নী গাছ কেটে নিয়ে যায়। যার মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা। এসময় নিষেধ করলে সে আমাকে বিভিন্ন হুমকি প্রদান করে।

বিএনপি নেতা কাকর বলেন, মঞ্জুরুল আলম পলাশের মা ও বোন রেহেনা পারভীন তার কাছে মেহগ্নী গাছ বিক্রয় করায় তিনি গাছ কেটে নিয়েছেন।

থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, গাছ কেটে নেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্দে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আগামী শনিবার (১৮ অক্টোবর) দু’পক্ষকে থানায় ডাকা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.