যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকাল পাঁচ টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয় চত্বরে আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল আলম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেশবপুর পৌর বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর,বিশেষ অতিথি পৌর বিএনপির সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, বিশেষ বক্তা জাহাঙ্গীর আলম পলাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু ও ইকবাল হোসেন। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।