দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে উপজেলা নির্বাহী অফিসারের অনুপ্রেরণায় যুবকদের দৃষ্টান্ত স্থাপন

87

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের অনুপ্রেরণায় কেশবপুরের কয়েক জন যুবক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে অতি বৃষ্টির ফলে কেশবপুর অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

 

যার কারণে  কেশবপুর উপজেলার ৫০ টি গ্রাম ও পৌর এলাকায় বন্যা দেখা দিয়েছে যেটা আগামীতে ভয়াবহ বন্যার আশংকা দেখা দিকে পারে ।

ঠিক সেই সময় কেশবপুরের যুব সমাজ অসামান্য উদ্যোগ গ্রহন করে কয়েকজন স্বেচ্ছাসেবী তরুন নিজ উদ্যোগে হরিহর নদের কচুরিপানা পরিষ্কারের কাজ করছেন।

তাদের এ উদ্যোগে উপজেলা প্রশাসন সত্যিই আপ্লুত। উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

তিনি বলেন কেশবপুরের যুব সমাজ দেখিয়েছেন সম্মিলিত প্রচেষ্টা আর দৃঢ় সংকল্প থাকলে যেকোনো বড় চ্যালেঞ্জ বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। তারা প্রমাণ করেছেন যে, তারুণ্যের শক্তি কতটা অপরিসীম। তারা শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। নিজেদের মূল্যবান সময় এবং শ্রম বিনিয়োগ করে তারা যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।

তাদের এই উদ্যোগ সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত হতে এবং দেশের প্রয়োজনে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

Leave A Reply

Your email address will not be published.