দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর পৌরসভার সেই কর্মকর্তা বদলি

41

যশোরের  কেশবপুর পৌরসভায় জাতীয় দিবস উদযাপন, অনুদান,আপ্যায়ন ও ভ্রমণ ব্যয়সহ বিভিন্ন খাতে ভুয়া ভাউচারের মাধ্যমে প্রায় এক কোটি টাকা লোপাটের অভিযোগে অভিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনকে বদলি করা হয়েছে। গত সোমবার তাকে বদলি করা হয়। এর আগে গত রোববার সাবেক মেয়র রফিকুল ইসলাম মোড়ল ও পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক খুলনা পত্রিকায় । স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থাণীয় সরকার বিভাগ পৌর-১ শাখা থেকে তাকে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। আদেশে তাকে কেশবপুর পৌরসভা থেকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় যোগদান করতে বলা হয়েছে। একই সাথে তার স্থলাভিক্ত হচ্ছেন আবুল ফজল মোহাম্মদ এনামুল হক। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার পৌর নির্বাহী পদে কর্মরত রয়েছেন। পৌরসভা সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে কেশবপুর পৌরসভার জন্য মোট পাঁচ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৭২৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এই বাজেট থেকে জাতীয় দিবস উদযাপন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্লাব ও ব্যক্তিগত অনুদানের নামে আট লাখ ৩০ হাজার ৩৫৩ টাকা, বিভিন্ন ব্যক্তি, ক্লাব ও প্রতিষ্ঠানে অনুদান হিসেবে ১০ লাখ ৬৫ হাজার টাকা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে ৯ লাখ ৩১ হাজার ৫০০ টাকা এবং মেলা, প্রদর্শনী, ভ্রমণ ও আপ্যায়ন হিসেবে ২০ লাখ ২৬ হাজার ৪৫৮ টাকা ব্যয় দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়। এছাড়া জন্মনিবন্ধনে ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Leave A Reply

Your email address will not be published.