কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে
পৌরসভার ৫ টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে প্রাথমিক শিক্ষা মিলনআয়তনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেশবপুর পৌর বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ,পৌর বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু ও ইকবাল হোসেন সহ কেশবপুর পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।