এসো মিলি প্রাণের টানে, সম্প্রীতির বাঁধনে” প্রীতি ও সম্প্রীতির অনন্য সৃজনে স্মৃতির মানসপটে বেঁধে রাখতে ( ১০ মে ২০২৫ খ্রি) শনিবার কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ।
গৌরব ও ঐতিহ্যের ৪২ বছর বর্ণিল পুনর্মিলনী -২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয় । সকাল ১০ টায় শুভ উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে পরিচিত সভা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চলে বিকেলে তিনটা পর্যন্ত। বিকেল তিন টায় অতিথি গনের উপস্থিতে দ্বিতীয় পর্ব শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) জনাব শফিকুল আলম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক জনাব এস এম রাশিদুল ইসলাম (সাংবাদিক) মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজাহারুল ইসলাম
যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান, মোঃ আছাদুজ্জামান প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ যশোর, রেকসোনা খাতুন উপজেলা নির্বাহী অফিসার কেশবপুর, যশোর
প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম প্রথমে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ি পরিদর্শন করেন ।