দৈনিক খুলনা
The news is by your side.

কুয়েটের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

80

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নির্মাণাধীন দশ তলা বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে পড়ে মোহান্মদ কালু (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ কালু খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনীর বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলে।

বুধবার (১২ মার্চ) বেলা ১১ টা ২৫ মিনিটের দিকে কুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসে ১০ তলা বিশিষ্ট নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলায় নির্মাণ শ্রমিক কালু কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত।

কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় একজন নির্মাণ শ্রমিক পড়ে মারা যায়। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চীফ ইঞ্জিনিয়ার তাকে দেখতে যায়। বর্তমান ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসিকে বিষয়টি অবহিত করা হয়েছে।

খানজাহান আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ বলেন, এ ব্যাপারে এখনও অপমৃত্যু মামলা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.