দৈনিক খুলনা
The news is by your side.

কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় খুলনার রিহাম

95

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায়-২০২৪ সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় হয়েছে খুলনার মো. রিহাম ইসলাম। সে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে।

রিহাম ইসলাম আনোয়ার সিমেন্ট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মহানগরীর ২৯০/৩ শেরে বাংলা রোডের আমতলার বাসিন্দা মোঃ নূরুল ইসলাম মিরাজ ও লায়লা ইনসানা হক সোনিয়ার ছেলে। রিহাম বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। সে সবার কাছে দোয়া প্রার্থী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার- ২০২৪ ফলাফল প্রকাশ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.