দৈনিক খুলনা
The news is by your side.

কারাগারে নোবেল

116

একসময় হাজারো ভক্তের হৃদয় কাঁপানো কণ্ঠশিল্পী নোবেল এখন রীতিমতো কেলেঙ্কারির প্রতীক! ভারতীয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ দিয়ে যিনি একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, আজ তিনি ধরা পড়েছেন এক ভয়ঙ্কর অভিযোগে—অপহরণ ও ধর্ষণের মামলা! আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ঢাকার ডেমরা থানা-পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি ফোন কলের পরই ফাঁস হয় ভয়াবহ সত্য। সোমবার গভীর রাতে পুলিশের অভিযান, আর তাতে উদ্ধার হয় এক নারীর রুদ্ধশ্বাস বন্দিজীবনের করুণ অধ্যায়। অভিযোগ—সাত মাস ধরে ওই নারীকে নিজের বাসায় আটকে রেখে ধর্ষণ করছিলেন নোবেল!

সারুলিয়ার আমতলায় নিজের বাসা থেকেই নারীকে উদ্ধার করে পুলিশ। তারপর রাতেই থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। ঘটনার পরই গভীর রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নোবেলকে।আজ মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কোনো রকম জামিন না দিয়ে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নোবেলের এই ভয়ঙ্কর মোড় নতুন নয়! ‘সারেগামাপা’ দিয়ে জনপ্রিয়তার চূড়ায় উঠলেও পরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে শিরোনামে এসেছেন তিনি। আগেও নানা অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন। কিন্তু এবার যা ঘটল, তা যেন তাঁর বিতর্কিত ক্যারিয়ারের সবচেয়ে নোংরা ও লজ্জাজনক অধ্যায়!

জানা গেছে, ভুক্তভোগী নারীকে দীর্ঘ সাত মাস ধরে গৃহবন্দী করে রেখেছিলেন নোবেল। মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে চলছিল এক নিষ্ঠুর জীবনের নির্মম কাহিনি। শেষমেশ ৯৯৯-এ ফোন করে নিজের জীবন বাঁচাতে চেয়েছিলেন ওই নারী—আর সেই ফোনেই ফাঁস হয়ে যায় গায়ক নোবেলের অন্ধকার জীবনের এক ভয়াবহ গোপন অধ্যায়।

এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। কণ্ঠশিল্পী থেকে আজ তিনি গণধিকৃত আসামি! গানের মঞ্চের আলো থেকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ—নোবেলের পতন যেন এক সিনেমার মতো করুণ বাস্তবতা।

Leave A Reply

Your email address will not be published.