দূর্যোগ প্রবন উপজেলা খুলনার কয়রায় গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরার সহযোগীতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ আগস্ট বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলে এই ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে সহস্রাধিক রোগীকে চোখের বিভিন্ন সমস্যার জন্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকাল ১০টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ। তিনি ফিতা কেটে এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বেদকাশি ইউনিয়ন জামায়াতের আমির শিক্ষক নূর কামাল, বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ আব্দুল গাফফার ও শেখ আব্দুল গফুর, সংগঠনের সহ-সভাপতি মো. ফরহাদ হুসাইন এবং ইউপি সদস্য সরদার আবু হাসান।
দিন ব্যাপী এ চক্ষু শিবির ক্যাম্পে চোখের দৃষ্টি ও প্রেসার পরীক্ষা, নেবুলাইজিং, ব্যবস্থাপত্র প্রদানসহ ছানি রোগীদের প্রাথমিক পরীক্ষা করে ওষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। অপারেশনের জন্য উপযুক্ত রোগীদের বাছাই করে পরবর্তীতে তাদের অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ধরনের জনসেবামূলক আয়োজনে স্থানীয় জনগণ ব্যাপক উপকৃত হয়েছেন।