দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় পুর্ব শত্রুতার জেরে যুবককে হাতুড়ি পেটা করল প্রতিপক্ষ

99

খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জের ধরে মঞ্জুরুল শেখ(৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়েছে সুজন নামের ১ ব্যাক্তি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল হতে মঞ্জুরুলকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ঝিলিয়াঘাটা বাজারে। আহত মঞ্জুরুল শেখ ৫নং কয়রা গ্রামের ইউনুছ আলী শেখের পুত্র।

জানা গেছে মঞ্জরুল শেখ ঐ দিন সকালে মোটরসাইকেল যোগে তার ছেলেকে নিয়ে ওএমএসের চাউল নিতে ঝিলিয়া বাজারে যায়। বাজারে গেলে সুজন শেখ নামের এক যুবক আগে থেকে ওত পেতে থাকে। মন্জুরল মোটরসাইকেল হতে নামার আগেই হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাত করার সাথে সাথে তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধিন রয়েছে।

সংবাদটি জানার পর কয়রার যৌথ বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত মঞ্জুরুল শেখের পিতা ইউনুছ আলী শেখ জানান, একটি মামলার বিষয়কে কেন্দ্র করে পুর্বের শত্রুতার জের ধরে আমার পুত্রকে হাতুড়ি দিয়ে মারপিট করে আহত করা হয়েছে। তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় ফেটে অনেক খত সৃষ্টি হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.