দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

27

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাস বাংলাদেশের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, কারিতাসের মিল কোঅর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেন, মাঠ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, ইউপি সদস্য আবু হাসান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, কুদরত উল্যাহ ফারুক, সিএসও নেটওয়ার্কের সদস্য মোল্যা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.