দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় জেলে নারীদের ক্ষমতায়নে সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা

13

জেলে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আইডিও সংস্থার বাস্তবায়নে ও অক্সফার্মের অর্থায়নে গতকাল সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আইডিও প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার।

এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার আহবায়ক মোঃ গোলাম রব্বানী, সাংবাদিক ফরহাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের ম্যানেজার মোঃ মিজানুর রহমান। সমন্বয় সভায়
সরকারি সেবা গুলো যাতে নারী জেলেরা পায় তার উপর গুরুত্বরোপ করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কয়রার নারী জেলে সদস্যরা সরকারি সকল সুযোগ সুবিধা যাতে পায় তার জন্য সকল দপ্তর থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.