দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

46

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে জুলাই মাস একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। গত বছর এই মাসে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণে
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল বাকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক কামাল হোসেন, ছাত্র অধিকার পরিষদের মোঃ বিল্লাল হোসেন, কয়রা উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, শিক্ষার্থী মোঃ শাহ আলম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী।

Leave A Reply

Your email address will not be published.