জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রা সদর ইউনিয়নের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬, (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
গত ২৫ জুন বেলা ১২ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কয়রা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম লুৎফর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্যাহ, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ সুজা উদ্দিন, কয়রা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোল্য শাহাবুদ্দিন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিক্কার আলম, জামায়াত নেতা অধ্যাপক রেজওয়ানুল করিম, মাস্টার আব্দুর রাজ্জাক, মাওলানা শাহাবাজুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারী ডিএম জাহিদুর রহমান প্রমুখ।