দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় খাস পুকুর ও পিএসএফে প্রবেশাধিকার বিষয়ে ওরিয়েন্টেশন

24

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ পানি জনগণের মৌলিক অধিকার,কয়রায় খাস পুকুর ও পিএসএফে প্রবেশাধিকার বিষয়ে সিএসও এবং সিবিও প্রতিনিধিদের অংশ গ্রহনে দিন ব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কয়রা মানব কল্যান ইউনিটের হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় ও ডরপের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

ডরপের উপজেলা বাজেট মনিটারিং কমিটির সহ সভাপতি মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াছাদ আলী, ডরপের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ শরিফুল আলম তুহিন, সাংবাদিক ফরহাদ হোসেন, ডরপের ফিল্ড অফিসার মশিউর রহমান, সিএসও সদস্য মিজানুর রহমান লিটন, আশিকুজ্জামান, আলিমুজ্জামান, রওশনারা খাতুন, আছিয়া, স্বপ্না মন্ডল প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা খাস পুকুর ও পিএসএফ সম্পর্কিত মৌলিক ধারণা, বরাদ্দ প্রক্রিয়া, ইউনিয়নভিত্তিক তালিকা প্রণয়ন, কমিটি গঠন এবং জনসম্পৃক্ত বিভিন্ন অ্যাডভোকেসি কৌশল যেমন পিটিশন দাখিল, মানববন্ধন আয়োজন ও সরকারি দপ্তরের সাথে সংলাপ সম্পর্কে আলোচনা করেন। এছাড়া গ্রুপ ওয়ার্ক ও মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেন। এ সময় বক্তারা বলেন, খাস পুকুর ও পিএসএফ বরাদ্দ পাওয়া গেলে স্থানীয় জনগণ নিরাপদ পানির নিশ্চয়তা পাবে এবং পানি সংকট মোকাবেলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অংশগ্রহণকারীরা ইউনিয়নভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন করেন।

Leave A Reply

Your email address will not be published.