দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় আন্তর্জাতিক নারী দিবস পালন

83

অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে খুলনার কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস, ব্র্যাক, অগ্রগতি সংস্থা, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও ইউএনডিপির সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৮ মার্চ) সকাল ১০ টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে বিআরডিবির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান,বিএনপি নেতা এম এ হাসান, ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছালাম, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ জিসিএ প্রকল্পের কয়রার ম্যানেজার মোঃ শহিদ হোসেন, এনজিও প্রতিনিধি অশোক কুমার রায়, আঃ ছালাম প্রমুখ। আলোচনা শেষে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির কারিগরি সহায়তায় এনজিও ফোরাম পাবলিক হেলথ বাস্তবায়নে জিসিএফ প্রকল্পের ৫ টি পরিবারকে বাড়ির কাজের সমতার ভিত্তিতে অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।

অপরদিকে পরিত্রানের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৮ মার্চ) বিকাল ৩ টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে উত্তর বেদকাশি গাজীপাড়া আদিবাসী মুন্ডা বহুমুখী সমবায় সমিতির কার্যালযে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী সংগঠক রেবতী মুন্ডার সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, দৈনিক কালবেলার কয়রা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, নারী সদস্য ভারতী মুন্ডা, কল্যানী মুন্ডা, নমিতা মুন্ডা প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.