দৈনিক খুলনা
The news is by your side.

ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

22

খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কেসিসিতে ৩১ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ৩৬ সদস্য বিশিষ্ট ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রি-মাসিক সভাবেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ডিআরআরসিসিএ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে বিভিন্ন পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিতাসের এ প্রকল্পের মাঠ কর্মকর্তা শিপলু মন্ডল ও ফিল্ড ফ্যাসিলিটর স্বপন মন্ডল।এ সময় বক্তব্য রাখেন ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিএম আফসার, লবণচরা থানা জামাত ইসলামের আমির মো. নাসির উদ্দিন, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আসাফুর রহমান কাজল,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মো. ময়েজ, সমাজসেবা অধিদপ্তরের মাঠ কর্মী শামীমা সুলতানা প্রমূখ।সভা সঞ্চালনা করেন কারিতাসের ডিআরআরসিসিএ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটর সুমি বিশ্বাস।

Leave A Reply

Your email address will not be published.