চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা। সেই হিসাবে আগামী ১৩ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি জানান, পরীক্ষকদের অনেকেই এখনও উত্তরপত্র জমা দেননি। ফলে খাতা মূল্যায়নে কিছুটা দেরি হচ্ছে। তবে কাজ চলমান রয়েছে এবং অগ্রগতি হচ্ছে বলেও জানান তিনি। খাতা মূল্যায়ন শেষে নম্বর সফটওয়্যারে এন্ট্রি, যাচাই-বাছাইসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে ফলাফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। তবে সম্ভাব্য একটি তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই চূড়ান্ত দিন জানানো হবে।
গত ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হয় এবং ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেয়।
ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এখন উৎকণ্ঠা ও প্রত্যাশা দুটিই বিরাজ করছে।