দৈনিক খুলনা
The news is by your side.

এ সরকারের আমলেই হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার: আইন উপদেষ্টা

43

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের শাসনামলেই সম্পন্ন হবে। তিনি বলেন, “বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোনো ধরনের গাফিলতি হবে না। বিচার প্রক্রিয়ার অগ্রগতিতে আমরা আশাবাদী যে, এ সরকারের আমলেই বিচার কার্য শেষ হবে।”

সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এটি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভ।

ড. নজরুল জানান, “বিভিন্ন ক্রিমিনাল কোর্টে মামলাগুলো দায়ের হয়েছে এবং তদন্তেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আশা করছি, ৫ আগস্টের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে। প্রয়োজনে দ্রুত বিচার আইনের আওতায় এসব অপরাধীদের বিচার করা হবে।”

তিনি আরও বলেন, “জুলাই মাসের অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে দমনমূলক শাসন থেকে মুক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন সাড়ে তিন শতাধিক মানুষ। নারায়ণগঞ্জবাসীর অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।”

সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “স্থানীয়ভাবে ভয়াবহ হত্যাকাণ্ড ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। তবে জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে এসব অপশক্তিকে রুখে দেওয়া সম্ভব। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

Leave A Reply

Your email address will not be published.