দৈনিক খুলনা
The news is by your side.

এ নির্বাচন গণরতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন_হাবিবুল ইসলাম হাবিব

55

পাটকেলঘাটা প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২২ নভেম্বর ২০২৫, শনিবার তালা শিল্পকলা একাডেমিতে দুপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–০১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও উন্নয়নের রূপকার জনাব হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে তিনি বলেন,
“তারুণ্যই জাতির ভবিষ্যৎ। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নির্বাচন। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। অন্যায়, অবিচার ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে গণজোয়ার তৈরি করতে হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টো।
তিনি বলেন,
“স্বেচ্ছাসেবক দল সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। নির্বাচন ঘিরে যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় দলকে আরও শক্তিশালী ও সংগঠিত হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ও (সাবেক ছাত্রদল সভাপতি) জনাব শেখ শরিফুজ্জামান সজিব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর) সাদ্দাম হোসেন।
তারা বলেন,
“জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলের প্রতিটি কর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে। তৃণমূল শক্তিই আমাদের মূল শক্তি।”

সভায় তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ উপজেলার ১২টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত।

Leave A Reply

Your email address will not be published.