দৈনিক খুলনা
The news is by your side.

উত্তরসূরি নির্ধারণে তিনজনের নাম চূড়ান্ত করেছেন খামেনি: নিউইয়র্ক টাইমস

101

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার উত্তরসূরি নির্বাচনের জন্য তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম নির্ধারণ করেছেন।নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে এক ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়, খামেনি আশঙ্কা করছেন যে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে।এই প্রেক্ষাপটে তিনি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন।তিনি চান, যে কোনো পরিস্থিতিতে দেশ যেন নেতৃত্বহীন না হয়।

তাই তিনি অ্যাসেম্বলি অব এক্সপার্টসকে প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে উত্তরসূরি বাছাইয়ের দায়িত্ব দেবেন।সাধারণত ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া কয়েক মাস ধরে চলে।এই সময়ে ধর্মীয় নেতারা নিজস্ব তালিকা থেকে প্রার্থী নির্বাচন করেন।

তবে চলমান যুদ্ধ ও অস্থিরতার কারণে খামেনি দ্রুত সিদ্ধান্ত নিতে চান।কর্মকর্তারা জানান, ক্ষমতা হস্তান্তর যেন শৃঙ্খলাবদ্ধভাবে হয়, সেটাই তার মূল লক্ষ্য।

তারা আরও বলেন, প্রস্তাবিত প্রার্থীদের তালিকায় খামেনির ছেলে মোজতাবা খামেনির নাম নেই।এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Leave A Reply

Your email address will not be published.