দৈনিক খুলনা
The news is by your side.

ঈদের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

106

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয় বিশেষ অনুরোধ জানিয়েছে।

রোববার (৮ জুন) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য রক্ষার্থে এ ধরনের ভিড়পূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ঈদ শেষে ট্রেনে যাত্রা করার সময় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরার বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.