দৈনিক খুলনা
The news is by your side.

আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

6

শুক্রবারের ছুটির দিনেও ঢাকার বাতাসে বিষ। বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশর ঢাকা শহর। সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী ঢাকার স্কোর ২৪০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বাতাসে ভাসছে অতিক্ষুদ্র বস্তুকণা (PM 2.5), যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানের চেয়ে ৩৩ গুণ বেশি! এর ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ বাড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

শুধু ঢাকা নয়! দূষণের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে—
– কাঠমান্ডু, নেপাল (AQI 219)
– দিল্লি, ভারত (AQI 198)
– করাচি, পাকিস্তান (AQI 187)
– কাম্পালা, উগান্ডা (AQI 185)

সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ার (IQAir)-এর মতে—
AQI 0-50 = নিরাপদ
AQI 51-100 = মাঝারি
AQI 101-150 = সংবেদনশীলদের জন্য বিপজ্জনক
AQI 151-200 = অস্বাস্থ্যকর
AQI 201-300 = খুবই অস্বাস্থ্যকর
AQI 301+ = দুর্যোগপূর্ণ

Leave A Reply

Your email address will not be published.