দৈনিক খুলনা
The news is by your side.

আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সারজিস আলম

78

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (উত্তরাঞ্চল)-এর মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, “আমরা আমাদের অবস্থান থেকে বলছি—এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অভ্যুত্থান-পরবর্তী সরকার, যাদের ম্যান্ডেটই এসেছে অভ্যুত্থান থেকে। যারা এত দিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের ফ্যাসিস্ট রূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদের বিষয়ে কঠোর হস্তক্ষেপ জরুরি। তবে সেটি অবশ্যই যেন আইনগত প্রক্রিয়ায় হয়।”
সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা-চক্র শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম জানান, “আমরা অন্তর্বর্তী সরকারের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের বিশ্বাস, এ সরকার অন্তত এসব গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থান থেকে শক্ত মনোভাব পোষণ করবে এবং তা তাদের কর্মকাণ্ডে প্রতিফলিত হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি—নির্বাচনের সময়ে ক্ষমতার অপব্যবহার হয়, কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার হয়। এবার আমরা চাই, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হোক। যেখানে ছোট হোক বা বড়, সব রাজনৈতিক দলই যেন সমান সুযোগে, স্বচ্ছভাবে এবং সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, “নির্বাচনে যেন কেউ ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। বিগত নির্বাচনের মতো ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরি বা এ ধরনের কোনো অনিয়ম যেন ভবিষ্যতের বাংলাদেশে না ঘটে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে নিশ্চিত করতে হবে।”

Leave A Reply

Your email address will not be published.