দৈনিক খুলনা
The news is by your side.

আজ সরকারি অফিস খোলা

112

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে সেই দীর্ঘ ছুটির সুবিধার্থে ঈদের আগে দুইটি শনিবার সরকারি অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। অর্থাৎ, আজ খোলা রয়েছে সরকারি অফিসসমূহ।

সরকারের উপদেষ্টা পরিষদের গত ৬ মে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মে ও ২৪ মে — এই দুই শনিবার খোলা থাকবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

ঈদের ছুটি নির্ধারিত রয়েছে ৫ থেকে ১০ জুন পর্যন্ত, যা মূলত ছয় দিনের ছুটি। এর আগে ১১ ও ১২ জুন অতিরিক্ত দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই দুই দিনের বিনিময়ে ১৭ ও ২৪ মে অফিস-আদালত খোলা রাখা হবে। সেইসঙ্গে ১১ ও ১২ জুনের সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া ব্যাংক, প্রাইভেট কোম্পানি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোও শনিবার খোলা থাকবে বলে জানানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.