আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে সেই দীর্ঘ ছুটির সুবিধার্থে ঈদের আগে দুইটি শনিবার সরকারি অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। অর্থাৎ, আজ খোলা রয়েছে সরকারি অফিসসমূহ।
সরকারের উপদেষ্টা পরিষদের গত ৬ মে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মে ও ২৪ মে — এই দুই শনিবার খোলা থাকবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
ঈদের ছুটি নির্ধারিত রয়েছে ৫ থেকে ১০ জুন পর্যন্ত, যা মূলত ছয় দিনের ছুটি। এর আগে ১১ ও ১২ জুন অতিরিক্ত দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই দুই দিনের বিনিময়ে ১৭ ও ২৪ মে অফিস-আদালত খোলা রাখা হবে। সেইসঙ্গে ১১ ও ১২ জুনের সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া ব্যাংক, প্রাইভেট কোম্পানি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোও শনিবার খোলা থাকবে বলে জানানো হয়েছে।