দৈনিক খুলনা
The news is by your side.

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ হবে: আইজিপি

26

আছিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়ার মামলার তদন্ত দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরার সেই শিশুটি মারা গেছে।

বৃহস্পতিবার বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

আইজিপি বাহারুল আলম বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটি তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে।

এর আগে দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.