দৈনিক খুলনা
The news is by your side.

আগামী বছর দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

170

আগামী বছরের রোজা ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র। তাদের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের হিজরি নতুন বছর ২৬ জুন শুরু হবে, কারণ মহররম মাসের চাঁদ ২৫ জুন দেখা যেতে পারে। এই উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি থাকবে।

২০২৬ সালের রমজান মাসের শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে, কারণ চাঁদ দেখা যেতে পারে ১৭ ফেব্রুয়ারি। ফলে বিশ্বের কিছু অঞ্চলে রোজা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি, অন্যদিকে পূর্বাঞ্চলে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা পালন শুরু হতে পারে।

ঈদুল ফিতর, যা রমজানের শেষে অনুষ্ঠিত হয়, ২০২৬ সালে ২০ মার্চ পালিত হবে, কারণ শাওয়াল মাসের চাঁদ ১৯ মার্চ দেখা যাবে। তবে পূর্বাঞ্চলে এই তারিখ একদিন পরে হতে পারে।

ঈদুল আজহার তারিখও নির্ধারণ করা হয়েছে। জিলহজ মাসের চাঁদ ১৬ মে দেখা যাবে, ফলে জিলহজ মাস শুরু হবে ১৭ মে। পূর্বাঞ্চলে চাঁদ ১৭ মে দেখা যাওয়ায় সেখানে জিলহজ শুরু হবে ১৮ মে। এই হিসাবে, পশ্চিমাঞ্চলে ঈদুল আজহা ২৬ মে এবং পূর্বাঞ্চলসহ বিশ্বের অন্য অংশে ২৭ মে উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি প্রতি মাসের শেষে চাঁদ দেখা নিয়ে আলোচনা করে, যেখানে বাসিন্দারাও অংশগ্রহণ করে থাকে। হিজরি ক্যালেন্ডারের মাসগুলো ২৯ থেকে ৩০ দিন স্থায়ী হয় এবং চাঁদ দেখা নির্ভর করে মাসের তারিখ নির্ধারণ। এই হিসাব অনুযায়ী মুসলিম সম্প্রদায় তাদের পবিত্র মাস ও উৎসবগুলো পালন করে থাকে।

 

 

Leave A Reply

Your email address will not be published.