বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির দাবি, এ ধরনের নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে যেসব গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন, তা মানা হয়নি।
আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে। সংগত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত। এতে রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে।’
ব্রিফিংয়ে ভারতের পুরোনো অবস্থান তুলে ধরে জয়সোয়াল বলেন, ‘আমরা চাই, বাংলাদেশে দ্রুত সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।’
গত শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়। পরে সোমবার প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার।