দৈনিক খুলনা
The news is by your side.

অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় গতি আনতে আইকিউ এসিকেসক্রিয় ভূমিকা রাখতে হবে : উপাচার্য

খুবিতে কিউএসি’র ১৩তম সভা অনুষ্ঠিত

47

খুলনা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি) এর ১৩তম সভা আজ ১৬ মে (শুক্রবার) বিকাল ৩টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত থেকে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

সভায় কিউএসি’র ১২তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকদের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের বিবরণ, আইকিউএসি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার বিবরণ, প্রস্তাবিত বাজেট ও ব্যয়ের বিস্তারিত আলোচনা, অ্যাক্রেডিটেশন আপডেট উপস্থাপন, আইকিউএসি’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং কিউএসি সদস্যদের মতামত/পরামর্শ গ্রহণ করা হয়।

সভায় উপাচার্য কিউএসি কমিটির বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং বেশ কিছু দিকনির্দেশনা দেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর ক্রাইটেরিয়া বাস্তবায়নে আইকিউএসিকে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে। প্রতিটি ডিসিপ্লিনে ক্রাইটেরিয়াভিত্তিক প্রতিনিধি মনোনয়ন দিয়ে সীমাবদ্ধতা ও সম্ভাব্য অগ্রগতি চিহ্নিত করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আইকিউএসির কর্মকাণ্ডকে সময়োপযোগী ও পরিকল্পিতভাবে পরিচালনার উপরও গুরুত্বারোপ করেন। সভায় আলোচনা শেষে আইকিউএসির গৃহীত কর্মকাণ্ডের প্রতি তিন মাস অন্তর পরিকল্পনা, অর্জন ও অগ্রগতি উপস্থাপন এবং নিয়মিতভাবে সভা আয়োজনে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সদস্যবৃন্দ- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শেখ মাহমুদুল হাসান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ। সভা সঞ্চালনা করেন কিউএসির সদস্য সচিব ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।

Leave A Reply

Your email address will not be published.