দৈনিক খুলনা
The news is by your side.

অভয়নগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

স্থানীয় চাকুরীতে ডোপ টেস্টের সিদ্ধান্ত

25

গাজী আবুল হোসেন : যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এস এম মহিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান, সংবাদকর্মী এস জেড মাসুদ তাজ প্রমুখ।

 

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ‘স্থানীয় পর্যায়ে চাকরিতে যোগদানের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যমূলক করা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, মাদকের বিস্তার রোধে সচেতনতার পাশাপাশি সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা, বাল্যবিবাহ রোধে কাজ করা, সরকারি চাকুরিজীবীদের ব্যবহার ভালো করা, মৎস্যঘের সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন করা, যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ ও পৌরসভার বাইপাস সড়কের যানজট নিরসনে দ্রæত ব্যবস্থা গ্রহণ করাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.