অল্পদিনেই আলোচিত হয়েছিল বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কাজ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদ হোসেনের পারফরম্যান্সে ভূমিকা রেখেছিলেন তিনি।
এই কোচ আবারও ফিরেছেন জাতীয় দলের সঙ্গে।
সবশেষ ভারত সিরিজে দলের সঙ্গে ছিলেন না মুশতাক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে আবারও ফিরেছেন। শনিবার দলের অনুশীলনেও দেখা গেছে তাকে।
জানা গেছে, শুক্রবার রাতে বাংলাদেশে এসেছেন তিনি। এবার মুশতাককে অবশ্য কাজ করতে হবে নতুন হেড কোচের তত্ত্ববধানে। এই সিরিজের আগেই চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে বিসিবি।
আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে মাঠে নামবে দুই দল।