কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) রাত ১০টা ১৫ মিনিটে কেশবপুর উপজেলার গোলাঘাটা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একজন ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে কাজী হারুন (৩২) পিতা কাজী হাফিজুর রহমান, খটুদিয়া, ডুমুরিয়া, খুলনা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন,
আইনের ঊর্ধ্বে কেউ নয়। জনস্বার্থে এবং পরিবেশ সংরক্ষণে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এদিকে, স্থানীয়রা প্রশাসনের এ ধরনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের প্রবণতা অনেকাংশে কমে আসবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।