দৈনিক খুলনা
The news is by your side.

বিএনপি প্রার্থী আজাদের মনোনয়ন সংগ্রহ

যশোর-৬ কেশবপুরে নির্বাচনী হাওয়া

29

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে উৎস মুখর পরিবেশ । রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার সহকারি রিটানিং অফিসার রেকসোনা খাতুনের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহাবুদ হোসেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস এবং কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাকসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় বিএনপি প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, কেশবপুরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়ন প্রত্যাশা পূরণ করতেই আমি নির্বাচনী মাঠে নেমেছি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এদিকে যশোর-৬ কেশবপুর আসনে মনোনয়ন সংগ্রহে ইতোমধ্যে একাধিক দল ও স্বতন্ত্র প্রার্থী সক্রিয় হয়ে উঠেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোঃ মোক্তার আলী ১৭ ডিসেম্বর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ শহিদুল ইসলাম ১৮ ডিসেম্বর, এবি পার্টির মোঃ মাহমুদ হাসান ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমলেন্দু দাস ২১ ডিসেম্বর এবং সৈয়দ শহিদ হোসেন ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একাধিক প্রার্থীর মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে যশোর-৬ কেশবপুর আসনে নির্বাচনী প্রতিযোগিতা ক্রমেই জমে উঠছে। এলাকায় বাড়ছে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কৌতূহল, শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রাণচাঞ্চল্য ফিরছে কেশবপুরের রাজনীতির মাঠে।