খুলনা তাবলীগ মসজিদের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা অবস্থান
সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১২ থেকে খুলনা নিরালা তাবলীগ (মার্কাজ) মসজিদে জুবায়ের পন্থীরা তাদের অবস্থান করে মসজিদে থেকে যায় । ২০১৯ সাল থেকে চলে আসা নিয়ম অনুযায়ী শুক্রবার সকাল ৮ টা থেকে জুবায়ের পন্থীদের মসজিদ প্রাঙ্গন ত্যাগ করবে কিন্তুু তারা করেনি।
২০১৯ সাল থেকে চলে আসা নিয়ম অনুযায়ী শুক্রবার ৮ টা থেকে মঙ্গলবার ৮ টা পর্যন্ত তাবলীগ মসজিদে সাদ পন্থীরা অবস্থান করে তাদের দ্বীন-ই কাজ করে এবং মঙ্গলবার ৮ টা হতে শুক্রবার ৮ টা পর্যন্ত জুবায়ের পন্থীরা অবস্থান করে তাদের দ্বীন-ই কাজ করে ।
ফলে শুক্রবার ৮ টায় সাদ পন্থীরা তাবলিগ মসজিদে প্রবেশের প্রস্তুতি নেন। কিন্তু জুবায়ের পন্থীরা মসজিদ ত্যাগ না করার কারনে সাদ পন্থীরা মসজিদে প্রবেশ করতে পারেনি। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থাকার কারনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য জুবায়ের পন্থীরা ২৭/১২/২০২৪ হতে ০৫/০১/২০২৫ তারিখ পর্যন্ত তাবলীগ মসজিদে অবস্থানের ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত জুবায়ের পন্থীরা মসজিদের ভিতরে অবস্থান করে বয়ান কার্যক্রমে চালিয়ে যাচ্ছে। মসজিদের বাইরে আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। জুমার নামাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক।