মোরেলগঞ্জ প্রতিনিধি:নিয়োগবিধি বাস্তবায়নের এক দফা দাবিতে সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবারপরিকল্পনা দপ্তরের কর্মীরা। বুধবার(৩ ডিসেম্বর) বেলা ৯টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে উপজেলার শতাধিক কর্মী অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার কল্যান সহকারি ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত শতাধিক কর্মী অংশ গ্রহন করেন। এ কারণে গোটা উপজেলার প্রায় ৫০ হাজার সক্ষম দম্পতি টানা ১০ দিন সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত থাকবেন।
কর্মসূচিতে বক্তৃতা করেন এক দফা দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমা আক্তার, তাপস বিশ্বাস, জুয়েল আজাদ ও তাসলিমা নাসরিন। বক্তারা বলেন, গতকাল থেকে পরিবারপরিকল্পনা দপ্তরের কর্মীদের এক দফা ‘নিয়োগবিধি বাস্তবায়ন’ দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আগামি ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি চলবে।