দৈনিক খুলনা
The news is by your side.

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায়

২৩টি এতিম খানায় ২৩টি ছাগল দান

17

কেশবপুর (যশোর) প্রতিনিধি :বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনাসহ তার রোগমুক্তি কামনায় ছদকা হিসেবে কেশবপুরে ২৩টি এতিম খানায় ২৩টি ছাগল বিতরণ করা হয়েছে।

কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ নিজের উদ্যোগে ওই ছাগল বিতরণ করেন। দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোমবার ১১টি ইউনিয়ন ও কেশবপুর পৌরসভার মধ্যে অবস্থিত ২৩টি এতিম খানায় উপস্থিত হয়ে তিনি এতিমদের কাছে দোয়া কামনা করে ২৩টি খাশি ছাগল দান করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ সহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর , যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সানা, বিএনপি নেতা আকরাম খান, আব্দুর রহমান, মাষ্টার শফিক ও মাষ্টার মকবুল হোসেনসহ ইউনিয়ন ও সকল ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ।

Leave A Reply

Your email address will not be published.