কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণতন্ত্র্যের আলোসহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও কেশবপুরের ধানের শীষের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।এসময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, ছাত্রদলের আহবায়ক মোঃ আজিজুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থ দীর্ঘ জীবন কামনা করে মোনাজাত করা হয়।