মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহিলাদের ধানের শীষে ভোটদানে উৎসাহিত করতে শনিবার বিকেল ৪ টার দিকে পুটখালী ইউনিয়নের আমতলা বাজার ঈদগাহ্ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি দলের নমিনেশন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা ফেরদৌসী হ্যাপী।