ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার বনিক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক উপলক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় চুকনগর বাজারের কাপুড়িয়া পট্টি চাদঁনী চত্বরে নব নির্বাচিত কমিটির সভাপতি সাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং নাজমুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান ও আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, ব্যবসায়ী গাজী মিজানুর রহমান, শেখ মশিয়ার রহমান, আব্দুল হালিম শাহীন, বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, সহ সভাপতি রবিউল ইসলাম, শিক্ষক নেতা বিলায়েত হোসেন, জয়দেব মন্ডল, এনামুল হক মাসুম, প্রভাষক মনিরুল হক, প্রভাষক আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, কোমল রাহা, বনিক সমিতির নেতা দেবব্রত রায়, মোসলে আখতার লেলিন, মেহেদী হাসান বাবলু, ওয়াহিদুজ্জামান মিলন, আমিনুল ইসলাম বুলবুল, সাহিদুর রহমান, শফিকুল ইসলাম, কারিমুল ইসলাম, জাহিদুর রহমান, আব্দুল হালিম, জামির হোসেন প্রমুখ।