দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা-৬ আসনে এনসিপির নতুন মুখ সরদার তুহিনুজ্জামান সোহাগ

21

নিজস্ব প্রতিবেদক:খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির নতুন মুখ সরদার তুহিনুজ্জামান সোহাগ। তিনি বর্তমানে জাতীয় যুবশক্তি খুলনা জেলা শাখার সদস্য সচিব, নিরালা ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে যুব সমাজের ক্ষমতায়ন, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন ও স্থানীয় জনস্বার্থমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি বলেন, “খুলনা-৬ আসনের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত।

আমি চাই জনগণের ভোটে ক্ষমতায় এসে যুবকদের কর্মসংস্থান, শিক্ষার সুযোগ বৃদ্ধি ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির তরুণ প্রার্থী হিসেবে সরদার তুহিনুজ্জামান সোহাগ ঐতিহ্যবাহী এই আসনে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.