দৈনিক খুলনা
The news is by your side.

প্রীতিভোজ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননায় অসকস বাংলাদেশর আয়োজন

79

কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর প্রাক্তন সেনা সদস্য, প্রশাসন ও গণমাধ্যম সমন্বয়ে সৌহার্দ্যপূর্ণ মিলন মেলা অনুষ্ঠিত। শুক্রবার (২১নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি  অসকস বাংলাদেশ কেশবপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রীতিভোজ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

প্রাক্তন সেনা সদস্যদের পরিবার সহ উক্ত মিলনমেলা, শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং সামাজিক সম্প্রীতির দৃষ্টিনন্দন সমন্বয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে সমৃদ্ধ ও স্মরণীয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  মোঃ শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, নিউজ ক্লাব সভাপতি ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল,

কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং নিউজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অসকস বাংলাদেশ কেশবপুর শাখার সভাপতি মোঃ আসাদুল ইসলাম এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অসকস বাংলাদেশের সাধারণ সম্পাদক  মোঃ আব্দুল জলিল। বক্তারা সশস্ত্র বাহিনীর ঐতিহ্য, দেশের নিরাপত্তায় তাদের অবদান এবং প্রাক্তন সেনা সদস্যদের সমাজগঠনে ভূমিকার কথা তুলে ধরেন। অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দিয়ে ভবিষ্যতে আরও নিষ্ঠাবান, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান। প্রীতিভোজকে কেন্দ্র করে তৈরি হয় উষ্ণ ও প্রীতিপূর্ণ পরিবেশ।

প্রাক্তন সেনা সদস্যদের স্মৃতিচারণ, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য এবং শিক্ষার্থীদের আনন্দঘন অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। সামাজিক উন্নয়ন, শিক্ষায় উৎসাহ এবং জাতিসত্তার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলার এমন আয়োজনের জন্য অসকস বাংলাদেশ কেশবপুর শাখাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়েরা।

Leave A Reply

Your email address will not be published.