দৈনিক খুলনা
The news is by your side.

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩০ বাংলাদেশি কিশোর কিশোরী

28

বেনাপোল প্রতিনিধিঃ ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশু সহ ৩০ জন কিশোর কিশোরী।

বুধবার (১৯ নভেম্বর ) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক হয় এবং পরে কলকাতার সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। পরে দু’দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে তারা দেশে ফিরে এসেছে। মহিলা আইনজীবী সমিতি সহ তিনটি এনজিও সংস্থা এদেরকে থানা থেকে গ্রহণ করে তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেবে। এবং কেউ আইনি সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করা হবে।

সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, আজ ৩০ জন কিশোর কিশোরী দেশে ফিরে এসেছে ।এরা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর আটক হয় সে দেশের পুলিশের হাতে। এদের বাড়ি যশোর, চুয়াডাঙ্গা ও খুলনা সহ বিভিন্ন এলাকায়।

দেশে ফেরত আসারা হলেন,আলাউদ্দিন হোসেন, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মন্ডল, সুদিপ্ত মন্ডল, নিজাম উদ্দিন, ইয়াছিন, সোহেল সর্দার আরমান মোল্লা তামিম গাইন, রিফাত হোসেন, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সিয়াম মল্লিক, স্বপ্না মন্ডল, শাহীন রেজা, অহনা শেখ, রুবি সর্দার, মিম খাতুন, শারমিন আলি, টুম্পা পারভিন, সাবা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন,রুনা খাতুন, শামসুন্নাহার ও রাজিব ইসলাম।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদেরকে তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.