দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ভোট ২৮ নভেম্বর

23

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম। সে লক্ষ্যেই তিন সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম।

সভার শুরুতে শোক প্রস্তাব ও বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল।এবং আয়-ব্যয়ের হিসাব পেস করেন কোষাধ্যক্ষ মীর তাজুল ইসলাম রিপন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সহকারী পুলিশ সুপার সদর সার্কেল শাহীনুর চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার মো.কামরুজ্জামান, জেলা এসবি শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।

ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় আগামী ২৮ নভেম্বর সংগঠনটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল শাহীনুর চৌধুরী ও জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানকে কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশন গঠন করা হয়।

সাতক্ষীরা জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের কোয়ালিফাইড ও নন কোয়ালিফাইড মিলে ৯০ জন সদস্য রয়েছে। তার মধ্যে কোয়ালিফাইড সদস্য সংখ্যা ৫৪ জন। শুধুমাত্র কোয়ালিফাইট সদস্যরাই তাদেট ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, কোয়ালিফাইড আম্পায়ার শফিকুল ইসলাম শফি, কাজী মো. ফরহাদ, মো. মফলুকউদ্দোজা শ্যাম্পু,
শেখ ফারুক অর রশীদ, মো. শাহ্ আলম হাসান শানু, মো. জাহিদ হাসান জাহিদ, মো. মহাসিন আলী, মো. রফিকুর রহমান লাল্টু, শেখ আখেরুজ্জামান তাপস, জি এম সাইফুল ইসলাম বাপ্পী, খন্দকার কবির হাসান দিপু, শেখ আসিফ কবির হিরন, আসাদুজ্জামান আসাদ, আব্দুস সামাদ, মো. মোফাচ্ছিনুল ইসলাম তপু, লুৎফর রহমান সৈকত, আশরাফুল হুদা, দারুজ্জামান রুবেল, মিনতি রানী, ফিরোজ রহমান, মো. ফজলুল করিম, এস এম হাবিবুল হাসান, জাকির হোসেন মিঠু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.