কেশবপুরে রিইবের উদ্যোগে স্থানীয় কতৃপক্ষের সাথে যৌথ পদক্ষেপ সংলাপ
সামাজিক সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের অঙ্গীকার হারুনার রশীদ বুলবুল
কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে নেটজ বাংলাদেশ-এর সহযোগিতায় রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) আয়োজিত ইউনিয়ন পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যৌথ পদক্ষেপ সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সংলাপে ইউনিয়নের গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি, সিএসও সদস্য ও রিইবের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে স্থানীয় নানা সামাজিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন আলা, চেয়ারম্যান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করেন মোঃ হারুনার রশীদ বুলবুল, সভাপতি, সিএসও কমিটি, কেশবপুর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ হুমায়ুন কবির , প্রশাসনিক কর্মকর্তা (ইপিঃ),মোঃ আসলাম মোল্লা, প্রকল্প সমন্বয়ক এবং মোঃ খালিদ হাসান, এলাকা সমন্বয়কারী, রিইব-হোপ প্রকল্প।এছাড়া গ্রাম আদালতের প্রতিনিধি সংকর পাল, সংরক্ষিত ইউপি সদস্য মোছা. রাশিদা বেগম, শাহানাজ পারভীন, নাজমা সুলতানা, ইউপি সদস্য মো. কামাল উদ্দীন (দোরমুটিয়া), মো. সিরাজুল ইসলাম (মূলগ্রাম), রাজ্জাক (মূলগ্রাম), এ কে এম রেজওয়ানুর রহমান (আলতাপোল), মো. রাশিদুল ইসলাম, সহ জনপ্রতিনিধি ও সিএসও সদস্যরা অংশ নেন। সিএসও সদস্যরা ইউনিয়নের বিভিন্ন দীর্ঘদিনের সামাজিক সমস্যা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য—এলাকায় মাদক সেবন ও ব্যবসার বৃদ্ধি রাস্তা ঘাটের বেহাল অবস্থা সমাজে বর্ণ বৈষম্য, বিশেষত দলিত সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ, অভাবের কারণে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া, মিতা মন্ডলের নিখোঁজ ঘটনা যার ডায়েরি দ্রুত থানায় অন্তর্ভুক্ত করার দাবি, সভায় অংশগ্রহণকারীরা সামাজিক সমস্যাগুলোর সমাধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। চেয়ারম্যান আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিতভাবে এ বিষয়ে অবহিত করবেন। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মধ্যে সমন্বয় গড়ে তোলা হবে। অভাবগ্রস্ত ও ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে শিক্ষা ভাতা নিশ্চিত করতে চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য দূর করতে সিএসও ও ইউনিয়ন পরিষদ যৌথ উদ্যোগে সচেতনতা বাড়াবে। একই সঙ্গে থিয়েটার গ্রুপের মাধ্যমে এ বিষয়ক প্রামাণ্য নাটক প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। মিতা মন্ডলের বাবা-মা, ইউনিয়ন সিএসও ও রিইব প্রতিনিধিদের নিয়ে কেশবপুর থানায় মিসিং ডায়েরি করার সিদ্ধান্ত হয় এবং তাকে উদ্ধারে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সভায় সিএসও সদস্যদের সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ ও জনসম্পৃক্তি বাড়াতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। আয়োজকরা মনে করেন, স্থানীয় কর্তৃপক্ষের সাথে এ ধরনের নিয়মিত সংলাপ সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে।