দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

30

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। তাঁরা এ আসনে বিএনপির সাবেক দুইবারের জনপ্রিয় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দলের মনোনীত প্রার্থী ঘোষণার দাবি জানান।

শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সংগীতা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নিউ মার্কেট মোড় জিরো পয়েন্ট মহাসড়ক অবরোধ করেন চিশতীর অনুসারীরা।
বিক্ষোভ চলাকালে নেতা-কর্মীরা ‘দুঃসময়ের চিশতী ভাই, মনোনয়নে তাঁকে চাই’, ‘অবৈধ মনোনয়ন মানি না’, ‘৩ তারিখের মনোনয়ন মানি না’—এ ধরনের স্লোগান দেন। মহাসড়ক অবরোধে নারীরাও যোগ দেন। তাঁদের দাবি, বহিষ্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে তাজকিন চিশতীকে প্রার্থী ঘোষণা করতে হবে।

চিশতী সমর্থকদের অভিযোগ, ২০২৪ সালের ২৫ এপ্রিল আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আব্দুর রউফকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। দল তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করেই মনোনয়ন দিয়েছে, যা ত্যাগী নেতা-কর্মীদের প্রতি অবমূল্যায়ন। তাঁরা আরও জানান, দ্রুত প্রার্থী পরিবর্তন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিএনপির কর্মী ইয়াসিন আলী বলেন, তাজকিন আহমেদ চিশতী দলের দুঃসময়ের কান্ডারি। তাঁকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ চলছে। আমরা এই মনোনয়ন মানি না।

বিক্ষোভে নেতৃত্বদেন সাতক্ষীরা পৌর ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অজিয়ার রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, ১নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ জাহিদুর রহমান বারী, সহসভাপতি মো. মাহমুদ, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শিহাবুজ্জামান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.