বেনাপোল প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ৮৫-১ শার্শা আসনে প্রায় ৬ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে শার্শা উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন শুরু হয়। মোটরসাইকেল শোডাউনটি দিনব্যাপি শার্শা উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৭২ টি গ্রাম প্রদক্ষিণ শেষে উপজেলার বাগআঁচড়া মাধ্যমিক স্কুলে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
শোডাউনকে ঘিরে জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, শার্শা বাসি সুযোগ দিলে আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। এছাড়া আগামী দিনে আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের নেতা ফারুক হোসেন, মাষ্টার রেজাউল করিম, রেজাউল ইসলাম, ইউসুফ আলী, নূরুল হক, আলহাজ্ব ওসমান গনি, আলহাজ্ব মতিয়ার রহমান, ইয়ানুর রহমান, জাহাঙ্গীর আলম, মাওলানা আদম আলী, খোরশেদ আলম, শেরশাহসহ প্রমুখ।