দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে মক্তব শিক্ষকের মারপিটে ছাত্রীর প্রানহানির অভিযোগ

৯ মাস পরে মামলা দায়ের

142

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে মক্তব শিক্ষকের মারপিটে নুসরাত খাতুন (১১) নামে এক ছাত্রী মৃত্যুবরণ করেছে এমন অভিযোগে মানববন্ধন করেছেন ছাত্রীর পিতা-মাতাসহ শতাধিক গ্রামবাসি। রবিবার(৯ নভেম্বর) মধ্য খাউলিয়া গ্রামের মক্তবের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ গ্রহনকারিরা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

স্থানীয় লোকজন ও বাগেরহাট আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ অক্টোবর নাসির শেখের মেয়ে নুসরাত খাতুন প্রতিদিনের ন্যায় পবিত্র কুরআর শিক্ষার জন্য সকাল ৬টার দিকে মক্তবে যায়। কয়েক মাসের বেতন বকেয়া থাকায় ও পড়া না পারায় ওই দিন মক্তবের শিক্ষক একই গ্রামের মো. মামুন শেখ ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে নুসরাতকে পেটায়। এতে নুসরাতের বাম পায়ের উরুতে রক্ত জমাট হয়ে এক সময় ক্যান্সারে রূপ নেয়।

চিকিৎসার জন্য তাকে মহাখালী পঙ্গ হাসপাতাল, এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। নুসরাতের অবস্থা খারাপ দেখে চলতি বছরের ২২ জুলাই বাগেরহাট আদালতে অভিযোগ দায়ের করেন তার মা শাহিদা বেগম। এর ৬ দিন পর ২৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় নুসরাত। বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্তের জন্য বাগেরহাট জেলা পুুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে(পিবিআই) দায়িত্ব দেন।

এ অভিযোগের তদন্তকারি কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর নিশিকান্ত সরকার বলেন, সাহিদা বেগমের দায়েরকৃত মামলার তদন্ত চলছে। শিক্ষার্থী নুসরাত খাতুনের চিকিৎসাকালীন অবস্থা জানার জন্য ঢাকা পঙ্গু হাসাপতালে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট আসার পরে প্রতিবেদন দাখিল করা হবে।

অপরদিকে মক্তবের শিক্ষক মামুন শেখ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, নুসরাতের মৃত্যু রোগজনিত কারনে হয়েছে। তাকে মারপিট করা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.