দৈনিক খুলনা
The news is by your side.

মুনীর চৌধুরী সোহেল খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী

42

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৫নভেম্বর বেলা ১২টায় গণসংহতি আন্দোলনের (জিএসএ) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ৯৩টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

ঘোষিত তালিকায় খুলনা ২ আসনে দলের মাথাল মার্কার সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল এর নাম রয়েছে। মুনীর চৌধুরী সোহেল ১৯৯৩ সালে বাংলাদেশ ছাত্র ফেডারেশনে যুক্ত হন। তিনি খুলনার বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভ‚মিকা পালন করেছেন।

সাবেক এই ছাত্রনেতা ৯০ দশকের শুরুতে বৈষম্যহীন সার্বজনীন শিক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবিতে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলেন। একই দশকে নিউজপ্রিন্ট এর মূল্য বৃদ্ধি, খুন-ধর্ষণ-সন্ত্রাস-দখলদারিত্য, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি-অনিয়ম ও কোচিং বাণিজ্য এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির আন্দোলনের নেতৃত্ব দেন।

২০০২ সালে গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠা লাভ করলে মুনীর চৌধুরী সোহেল খুলনা জেলার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ঐ সময় থেকে সোহেল মংলা বন্দর ধ্বংস এবং পরিবেশ বিদ্বংসী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, সুন্দরবন ও জীববেচিত্র্য বিনাসের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ও গুরুত্বপূর্ণ সংগঠকের দায়িত্ব পালন করেন। খুলনা জেলার এই আহবায়ক ২০১০ সাল থেকে জনগণের গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, পাটকল রক্ষার আন্দোলনসহ খুলনায় নাগরিক, সামাজিক ও পরিবেশ বিষয়ক নানা ধরনের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.