দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে তাল গাছের চারা বিতরণ

20

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে তাল গাছের চারা বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর সোমবার দুপুরে পরিবেশ সংরক্ষণের উদ্যোগ এর অংশ হিসেবে উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর পূজা মন্দির চত্বরে তাল গাছের চারা বিতরণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড। স্থানীয় কৃষক সুভাষ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন।

 

বিশেষ অতিথি ছিলেন উপ সহকারী কৃষি অফিসার কমলেশ দাশ, অ্যাওসেড এর হেড অফ প্রোগ্রাম ও অপারেশন শঙ্কর রঞ্জন সরকার ও উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। অ্যাওসেড এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্চয় কুমার দাশ, আরতি রাণী মন্ডল, অ্যাওসেড এর দুর্যোগ জলবায়ু পরিবর্তন কর্মকর্তা মোস্তাক হাসান, ফিল্ড অফিসার জীবিতেশ মন্ডল, কমিউনিটি মোবিলাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরিন নাহার, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ৫ শতাধিক তাল গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে কৃষি উদ্যোক্তা হিসেবে জোসনা রাণী মন্ডল কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। বিতরণ শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ এলাকায় কয়েকটি তাল গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন বলেন তাল গাছ মূল্যবান এবং একটি উপকারী বৃক্ষ।

গৃহ নির্মাণ ও জ্বালানি সহ বিভিন্ন কাজে তাল গাছ ব্যবহার করা হয়। এর ফলের শ্বাস নির্ভেজাল এবং অত্যন্ত পুষ্টি গুণ সমৃদ্ধ। তালের রস ও গুড়ের প্রচুর চাহিদা রয়েছে। এছাড়া তাল গাছ প্রাকৃতিক দুর্যোগ ও বর্জ্রপাত থেকে আমাদের রক্ষা করে। তিনি বলেন পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিকল্পিত ভাবে বেশি বেশি তাল গাছ লাগানো দরকার। তিনি তাল গাছ লাগাতে সরকারের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি পর্যায়ে সবাই কে এগিয়ে আসার আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.